বুস্ট আপ ফেসবুক অ্যাডভার্টাইজিং এজেন্সি যেসব পেজ /পোস্ট বুস্ট করে না।
- Please read the Facebook Policy: Facebook Policy
- যদি কোনো পেজ /পোস্ট অ্যাডাল্ট /নুডিটি ইত্যাদির সাথে যুক্ত থাকে।
- ভায়োলেন্স /উস্কানি মূলক পোস্ট থাকে।
- অথেনটিক নিউস না হলে।
- গ্যাম্বলিং / হুন্ডি বিজনেস রিলেটেড।
- বর্ণ /ধর্ম ইত্যাদিকে অপমান হয় এমন পোস্ট।
- অতিরিক্ত লেখাযুক্ত পোস্ট।
- ২০% এর উপর লেখা ডেসক্রিপশন জাতীয় ছবি।
- সি.পি.এ অ্যাডাল্ট জাতীয় কোনো পোস্ট/ওয়েবসাইট /লিংক।
- ওয়েট লস বা বেশি এমন ধরণের পিকচার, ভিডিও বা কনটেন্ট ইত্যাদি।
- কোনো মানুষের শরীরের অংশ খুব কাছে নিয়ে তোলা ছবি/ভিডিও।
- গোপনীয় বা লজ্জাস্থান তুলে ধরে এমন ছবি/ভিডিও।
- কপিরাইট থাকে না এমন ছবি/ভিডিও বা কনটেন্ট ব্যবহার করলে।
- স্ক্রিনকাস্ট বা স্ক্রিনশট জাতীয় ছবি বা ভিডিও।
- আন্ডার গার্মেন্টস ইনার গার্মেন্টস এর মানুষের ছবিসহ প্রোডাক্ট।
- কসমেটিকস প্রোডাক্ট খুব ক্লোস্ড বডির (সেটা মুখ ও হতে পারে ) ছবি সহ কনটেন্ট।
- কোনোভাবে শারীরিক আবেদনময়ী বুঝিয়ে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য বডি শো।
- আনুমানিক বিষয়ের উপর ভিত্তি কনটেন্ট যা মানুষের ক্ষতিকর।
- ছবির উপর বড় টেক্সট , হাইপার লিংক বা ওয়াটার মার্ক দেয়া।
- কোনো পোস্ট বার বার আনএপ্রুভড হলে।
- জ্যোতিষী বা গণক জাতীয়।
- বুস্ট আপ থেকে রিজেক্টেড বা লাইফ টাইম সাসপেন্ড হওয়া পেজ।