এডভার্টাইজারকে অ্যাড করার প্রসেস

মোবাইল অ্যাপ থেকে যেভাবে অ্যাড করবেন

step 1 advertiser access

পেজ সুইচ করে আপনার পেজের লাল দাগের জায়গাটিতে ক্লিক করুন।

step 2 advertiser access

এবার পেজ স্ট্যাটাসে ক্লিক করুন।

step 3 advertiser access

এবার ম্যানেজ এডমিনে ক্লিক করুন।

step 4 advertiser access

লাল দাগ দেখানোতে ক্লিক করুন অথবা পরেরটা সিলেক্ট করলে Content + Ads সিলেক্ট করবেন।

step 4 advertiser access

নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যান।

step 6 advertiser access

এখানে সার্চ করুন Shakhawat Emon লিখে। খুঁজে না পেলে লিংকে ক্লিক করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেন আপনার পার্সোনাল আইডি থেকে, একসেপ্ট করার পর আবার এসে সার্চ করুন।

step 7 advertiser access

Give access এ ক্লিক করে ইনভাইটেশন সেন্ড করুন। আপনার ফেইসবুক আইডির পাসওয়ার্ড আস্ক করবে সিকিউরিটি কন্ফার্ম করার জন্য। ইনভাইটেশন সেন্ড করা হলে অপেক্ষা করুন একসেপ্ট করার জন্য।

কম্পিউটার বা ব্রাউজার যেভাবে অ্যাড করবেন

আপনার কম্পিউটার কিংবা মোবাইল ব্রাউজার কিংবা ফেইসবুক অ্যাপ থেকে লগইন করে আপনার যে বিজনেস পেজটি বুস্ট করবেন তা সিলেক্ট করুন। এরপর পরবর্তী ধাপগুলো অনুসরণ করে এডভার্টাইজারকে আপনার পেজে অ্যাড করুন।

প্রথমে প্রোফাইল থেকে পেজে স্যুইচ করুন। এরপরে পেজের সেটিং এ ক্লিক করুন।

পেজ সেটিং এ সার্চ করুন “Page Access”

অথবা,

পেজ সুইচ অবস্থায় সরাসরি এই লিংক ক্লিক করুন https://facebook.com/settings/?tab=profile_access এবং বাম পাশের সিরিয়াল থেকে “Page Access” এ ক্লিক করুন। অবশ্যই কোনো ব্রাউজারে আপনার ফেইসবুক একাউন্ট লগইন থাকতে হবে যদি ডিরেক্টলি উপরের  লিংক ক্লিক করে পেজ এক্সেস অপশনে যেতে চান।

Facebook Page Access
Facebook Page Access Role

Add New তে ক্লিক করার পরে এখানে সার্চ করুন “Shakhawat Emon”.

যদি Shakhawat Emon কে খুঁজে না পান তাহলে এই আইডিতে https://facebook.com/shakhawat.emon.775 ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করুন। ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করা না গেলে WhatsApp এ আপনার প্রোফাইল লিংক শেয়ার করুন।

নিচের দেখানো অপশন গুলো যেন থাকে Content, Messages and calls, Insights এবং Ads অবশ্যই থাকতে হবে।

আপনি নতুন রোল দিচ্ছেন সেটা কনফার্ম করার জন্য পাসওয়ার্ড চাইবে। আপনার ফেইসবুক প্রোফাইলের পাসওয়ার্ড নিশ্চিত করে ইনভাইটেশন সেন্ড করুন।

BoostUp Ads কখনোই আপনার পাসওয়ার্ড নিচ্ছে না বা চাইবে না। এবং কোনো পেজের Admin Role / Ownership Access চাইবে না।

আমাদের এডভার্টাইজার ইনভাইটেশন একসেপ্ট করার পর এমন দেখাবে। বার বার অ্যাড করার প্রয়োজন নেই যদি আপনি কন্টিনিউ আমাদের সাথে বুস্টিং সেবা নিয়ে থাকেন।

Change